Logo

রাজনীতি    >>   সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন, বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন, বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন, বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ চিঠি হস্তান্তর করেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের সরকারকে সমর্থনের কথা জানান রাষ্ট্রদূত।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি জ্বালানি খাতে বিশেষ ছাড়, ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন। তার মতে, দক্ষ কর্মী তৈরির মাধ্যমে বাংলাদেশ সৌদি আরবে আরও বেশি কর্মী পাঠাতে সক্ষম হবে।

রাষ্ট্রদূত আল দুহাইলান জানান, তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। এই বিনিয়োগে সহায়তা চেয়ে তিনি প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

ড. ইউনূস সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ ব্যাংকে তহবিল জমা দেওয়ার বিষয়ে তার সরকারের সাথে আলোচনা করতে বলেন, যা অন্তর্বর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহযোগিতা হিসেবে কাজ করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP